Breaking News! চূড়ান্ত অচলাবস্থা কলকাতা হাইকোর্টে, অচল মামলার শুনানি - Aaj Bikel
demo-image
hc

Breaking News! চূড়ান্ত অচলাবস্থা কলকাতা হাইকোর্টে, অচল মামলার শুনানি

Share This

কলকাতা: সোমবার থেকে অচল হয়ে যেতে পারে কলকাতা হাইকোর্ট৷ অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টে বিচারপতির সংখ্যা এখন অর্ধেকেরও কম। ৭২ জন বিচারপতি থাকার কথা কলকাতা হাইকোর্টে। বর্তমানে রয়েছেন ২৭ জন বিচারপতি। অর্থাৎ, ৪৫ টি পদ শূন্য৷ সমস্যা জানিয়ে একমাস আগেই চিঠি দেওয়া হয় রাষ্ট্রপতিকে। চিঠি দেওয়া হয় দেশের প্রধান বিচারপতি, আইনমন্ত্রককেও। তাতেও পরিস্থিতি না বদলানোয় শেষ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়৷

হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উত্তম মজুমদার বলেন, ‘তিন জন বিচারপতির অবসর ও এক জন বদলি হওয়ার পর এই ফেব্রুয়ারি থেকে এখানে বিচারপতির সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭ জন। এই পরিস্থিতিতে আমরা সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারকে এক মাস সময় দিয়েছিলাম। এর মধ্যে অন্তত ২১টি পদ পূরণ করতে হবে। আর তা না হলে, পর্যায়ক্রমে আন্দোলন, এমনকী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করা ছাড়া উপায় ছিল না। দাবি আদায়ের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীরা দু'দিনের অবস্থান বিক্ষোভে বসেন। তাতেও দাবি না মানা হওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে যেতে বাধ্য হলাম আমরা৷’

কলকাতা হাইকোর্ট সূত্রের খবর, প্রায় ৩ লক্ষ মামলা এই হাইকোর্টে বকেয়া। এগুলি শুনানির জন্য অন্তত ৫০ জন বিচারপতি দরকার । উত্তমবাবু বলেন, ‘এখনকার বিচারপতিদের ওপর অত্যাধিক চাপ পড়ছে । মনযোগ দিয়ে মামলার গতিপ্রকৃতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া ওঁদের পক্ষে কষ্টকর হয়ে উঠছে’। প্রস্তাবিত অনির্দিষ্ট কর্মবিরতি হলে মক্কেলদের সমস্যা হবে । এ কারণে তাঁদের কাছে আগাম ক্ষমা চেয়ে রেখেছে বার অ্যাসোসিয়েশন।

কলকাতা হাইকোর্টে বিচারপতির শূন্য পদ পূরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির হস্তক্ষেপও দাবি করেছে বার অ্যাসোসিয়েশন । সংগঠনের সম্পাদক অমল মুখোপাধ্যায় বলেন, ‘আমরা এ ব্যাপারে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের কাছে বার বার আবেদন করেছি। লাভ হয়নি’।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages